বগুড়ার সোনাতলায় বেক্সিমকো কোম্পানী ও উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বিভিন্ন এলাকার কৃষদের নিয়ে ধান সংগ্রহ বিষয়ে সচেতনতামূলক অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ্ মোঃ শাহেদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন পাকুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম ও জোড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী প্রমুখ। উপস্থিত ছিলেন সোনাতলা খাদ্যগুদামের ওসি এলএসডি মোঃ জালাল উদ্দিন সরদার,হরিখালী খাদ্যগুদামের ওসি এলএসডি মোঃ আবু সাইদ খন্দকার,উপ-খাদ্য পরিদর্শক উম্মে হাবিবা, খাদ্য অধিদপ্তর বগুড়া অফিসের আরিফুল ইসলাম,এএসআই সাজু মিয়া, কৃষক মনির হোসেন,মিনহাজ উদ্দিন ও সাজু মিয়া-সহ অনেকে। কর্মশালার প্রতিপাদ্য‘ধান বিক্রি মোবাইল অ্যাপে,লাভ থাকবে কৃষকের হাতে’।

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট