বগুড়ার সোনাতলা উপজেলাধীন রাঁধাকান্তপুর গ্রামে প্রায় দুই কিলোমিটার গ্রামিণ সড়ক বেহালদশা হয়ে পড়েছে দীর্ঘদিন যাবত। এতে যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন জনসাধারণ। সড়কটি সংস্কার বা মেরামত করা আশু প্রয়োজন বলে মনে করেন এলাকাব জনসাধারণ। সড়কটি উপজেলার পাকুল্লা ইউনিয়নের অন্তর্গত। ১০নং নামক ওয়াপদা বাঁধ থেকে রাঁধাকান্তপুর সরকারি প্রাইমারী স্কুলের পাশ দিয়ে সড়কটি পূর্বদিকে প্রবেশ করেছে এ গ্রামে। পূর্ব তেকানী, পশ্চিম তেকানী পাকুল্লা, মহেশপাড়া ও মুশারপাড়া-সহ বিভিন্ন গ্রামের শত শত মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। বন্যা এলেই গুরুত্বপূর্ণ সড়কটি পানিতে ডুবে যায়। বৃষ্টি ও বন্যার পানির ¯্রােতে আরো ক্ষতি হয় সড়কটি। যাতায়াতের সুবিধার্থে দীর্ঘ কয়েক বছর আগে সড়কে ইট বিছিয়ে হেরিং করা হয়। কয়েকবারের বন্যার পানির ¯্রােতে সড়কটির অধিকাংশ স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে এলোমেলো হয়ে যাচ্ছে সড়কের ইটগুলো। এদিকে এলাকার অসাধু শ্রেণির কিছু লোক চুরি করে নিয়ে যাচ্ছে সড়কের ইট। এমতাবস্থা বেহালদশা সড়ক দিয়ে সাইকেল,মোটরসাইকেল ও অটোভ্যানগাড়ি নিয়ে যাতায়াত করা কষ্টকর হচ্ছে। জনসাধারণের যাতায়াতে দুর্ভোগ লাঘবে অতি শিগগির সড়কটি মেরামত করা প্রয়োজন। পাকুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুল বারী টিম জানান, সড়কটি অবিলম্বে মেরামত করা প্রয়োজন। নইলে দিনদিন সড়কটির ইট চুরি বেড়ে যাবে। উপজেলা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান তালুকদার ও উপ-সহকারী ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম বলেছের সড়কটির দৈর্ঘ্য ২ কিলোমিটার। প্রস্ত ৩ মিটার। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সড়কটি পাকা করনের জন চাহিদাপত্র ও প্রজেক্টে ঢোকানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন এলে প্রাক্কলন প্রস্তুত ও কাজ শুরু করা হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট