1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশ বেতারের গেইট থেকে বের হয় জাতীয় সম্মিলন এর আনন্দ শোভাযাত্রা।

১৭ জানুয়ারি-২০২৬ শনিবার বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক ও উপস্থাপকদের সংগঠন শীর্ষ সংগঠন রেডিও এ্যানাউন্সার্স ক্লাব, র‍্যাংক ঢাকা’র আয়োজনে বাংলাদেশ জাতীয় আর্কাইভস অডিটোরিয়াম, আগারগাঁও, ঢাকার চত্বরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমকপূর্ণ ভাবে জাতীয় সম্মিলন-২০২৬ উদযাপিত হয়েছে। সারা দেশের ১৩টি কেন্দ্রের বেতার উপস্থাপকদের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠে এক মিলন মেলায়। নবীন প্রবীণের এই মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা।

সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশ বেতারের ৪৮ জন গুণী  ঘোষক ও ঘোষিকাদের সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ অন্যান্যরা।

সম্মাননা প্রাপ্ত ৪৮ জন গুণী বেতার ঘোষক ও ঘোষিকাদের সাথে প্রধান অতিথি বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ অন্যান্য অতিথিরা।

এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। এ ছাড়াও দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং মিডিয়া জগতের বিশিষ্টজনরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাণের টানে। দিনব্যাপী এই আয়োজনে ছিল আনন্দ শোভাযাত্রা, নবীনবরণ এবং বেতার ও উপস্থাপনার নানা কৌশল, আচরণবিধি ও অন্যান্য বিষয়ে কর্মশালা, র‍্যাংক জাতীয় সম্মিলন পারস্পরিক মতবিনিময় ও সাংস্কৃতিক মিলনী, বেতার উপস্থাপনায় বিশেষ অবদানের জন্য প্রবীণ এবং গুণীজনদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

র‌্যাংক জাতীয় সম্মিলন এর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামাল, বাংলাদেশ বেতারের পরিচালক অর্থ ও প্রশাসন রুবাইয়াত শামীম চৌধুরী, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিচালক মো. বশির উদ্দিন, রেডিও এ্যানাউন্সার্স ক্লাব র‍্যাংক ঢাকা’র সভাপতি মাহবুব সোবাহান, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, র‍্যাংক জাতীয় সম্মিলন উদযাপন কমিটির আহ্বায়ক ও সাংগঠনিক-সম্পাদক সৈয়দা জামিলা আখতার, র‍্যাংক জাতীয় সম্মিলন উদযাপন কমিটির সদস্য সচিব মো. আব্দুল্লাহ হেল মাহমুদ সেতু প্রমুখ। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উপস্থাপক ফজলুল কবির, হ্যাঁ ভাই খ্যাত জনপ্রিয় উপস্থাপক মাজহারুল ইসলাম, সৈয়দ ইসমত তোহা, বাংলাদেশ বেতারের মুখ্য উপস্থাপক সৈয়দ হাসান আলী, বরেণ্য উপস্থাপক আব্দুস সবুর খান চৌধুরী ও বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক কামরুন্নেছা হাসান।

নবীনদের বরণ করে নিচ্ছেন অগ্রজ বেতার ঘোষক ও ঘোষিকারা।

দিনব্যাপী বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জোবায়েদ হোসেন পলাশ, শামীম আহমেদ, ইমতিয়াজ মাশরাফি, এস. এম আসাদুজ্জামান, সেলিনা আক্তার শেলী, শাকিল আহমেদ, সামসী মাহমুদ সুখ, তামান্না সিদ্দিকী, শারমিন রহমান আজমি, জি.এম তারিক, মো. ইসহাক আলী, ফারজানা ইয়াসমিন লুবনাসহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, মো. সামসুল ইসলাম এবং মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে বেতারে ৩৫ বছরে অধিককাল ধরে যারা বেতারের ঘোষক এবং উপস্থাপনার সাথে জড়িত এ রকমের ৪৮ জন ঘোষক এবং উপস্থাপকদের সম্মাননা প্রদান করা হয় এবং নবীন ঘোষক ও উপস্থাপক ১৩১ জনকে বরণ করা হয় কর্মশালার মাধ্যমে। ১৭ জানুয়ারি-২০২৬ শনিবার ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ জাতীয় আরকাইভস অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠান সূচির মধ্যে ছিল অভ্যর্থনা ও রেজিস্ট্রেশন সকাল ৮ টায়, উদ্বোধন ও শোভাযাত্রা সকাল ৯ টায়, নবীনবরণ এবং বেতার উপস্থাপনার নানা কৌশল, দায়িত্ব-কর্তব্য ও আচরণ বিধি বিষয়ক কর্মশালা সকাল ১০ টায়, যোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতি বেলা ১ টায়, র‍্যাংক প্রতিনিধিদের পারস্পরিক মতবিনিময় ও সাংস্কৃতিক মিলনী বেলা ২.৩০ মি. নবীনদের সাংস্কৃতিক পরিবেশনা ৩.৩০ মি. বেতার উপস্থাপনায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান বিকেল ৪ টায়, সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যো ৬ টায় অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রেডিও এ্যানাউন্সার্স ক্লাব (র‍্যাংক), ঢাকা সব সময় উপস্থাপকদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে কাজ করে চলেছে। এবারের জাতীয় সম্মেলনটি অত্যন্ত আনন্দের এ কারণে যে, এখানে নবীনদের সাথে যেমন পরিচয় ও শুভেচ্ছা বিনিময় হয়েছে তেমনি সারাদেশ থেকে আগত র‍্যাংক প্রতিনিধি এবং প্রবীণ, গুণী উপস্থাপকদের এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন আমরা আশা করছি, ১৭ জানুয়ারি দিনটি সারা দেশের উপস্থাপকদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews