বাংলা নাটকের প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও নাট্যাচার্য মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে থিয়েটার। থিয়েটারের সভাপতি রেজাউল একরাম রাজু-র সভাপতিত্বে রোববার ১৮ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নাট্যাচার্য মমতাজউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে “মমতাজউদ্দীন আহমদ : কালের দীপ্ত উচ্চারণ” শীর্ষক প্রবন্ধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক, শিক্ষক ও নাট্যসমালোচক আবু সাঈদ তুলু। আলোচনায় অংশগ্রহণ করেন নাট্য শিক্ষক ও নির্দেশক ড. আইরিন পারভীন লোপা এবং থিয়েটার এর সদস্য নাট্যজন আরিফ বর্ষণী। আলোচকরা মমতাজউদ্দীন আহমদের নাট্যচর্চা, দর্শন ও সমকালীন নাটকে তাঁর প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিয়েটারের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন সংগঠনের নাট্যজনরা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন থিয়েটারের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি রেজাউল একরাম রাজু উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীর দত্ত। অনুষ্ঠানের শেষ পর্বে থিয়েটার দলের পরিবেশনায় “মমতাজউদ্দীন আহমদ ও কিছু অবিস্মরণীয় বাক্য” শিরোনামে বিশেষ আবৃত্তি পরিবেশন করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট