ময়মনসিংহে বাম জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিহ হয়েছে। আজ ১০ জুন ২০২২ শুক্রবার বিকাল ০৫:১৫মিনিট, শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বর অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তাগন বলেন, সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানিসহ আহত হওয়া ও সম্পদ ধ্বংসের জন্য দায়ীদের বিচার কর, শাস্তি দাও। নিহত ও আহতদের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা কর। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ কর, পূর্ণ রেশনিং ব্যবস্থা ও খোলাবাজারে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি কর, গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার কর। বাজেটে গরীব ও মধ্যবিত্তদের উপর কর না চাপিয়ে ধনীদের উপর কর আরোপ কর। সামাজিক নিরাপত্তাসহ কৃষি, শিল্প, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি কর। সামরিক খাতসহ অনুৎপাদনশীল খাতে বাজেট বরাদ্দ কমিয়ে দাও। ঋণখেলাপী, কালোটাকার মালিক, অর্থপাচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে। কালো টাকা উদ্ধার ও বাজেয়াপ্ত কর। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারকে উচ্ছেদ করে নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন দিতে হবে। বাজার দরের সাথে সঙ্গতি রেখে শ্রমিকদের মজুরি নির্ধারণ কর। শ্রমিকদের উপর দমন-পীড়ন বন্ধ কর।