1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সবজির বাজারে উত্তাপ, চড়া দাম মাছ-মুরগির ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস সোনাতলায় গুড্মর্নিং কেজি স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন’ বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত ঢাকায় “ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরসনে রেমেডিয়াল এডুকেশন” শীর্ষক মতবিনিময় তরুণরা যে বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান—শিক্ষা উপদেষ্টা সংসদে সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১৫০ করাসহ সরাসরি নির্বাচনের দাবি ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিলেন ট্রাম্প শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শাজাহানপুরে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

বগুড়া জেলার শাজাহানপুরে হাফিজিয়া মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে (১০) একাধিকবার বলাৎকারের ঘটনায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মো. সোহেল আকন্দকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষক বগুড়া সদর উপজেলার নারুলী দক্ষিণপাড়া গ্রামের হাফিজার আকন্দের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

জানা গেছে, বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা তার দুই শিশুপুত্রের লেখাপড়ার সুবিধার্থে শাজাহানপুর উপজেলার মাদলা হেলেঞ্চাপাড়া গ্রামে বাসা ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করেন।

স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় মিস্ত্রির কাজ করেন তিনি। তার ১০ ও ৮ বছর বয়সী দুই শিশুপুত্রকে হেলেঞ্চাপাড়া শহীদ শাহ ছলিমুদ্দিন রহমানিয়া দারুল উলুম কওমী হাফিজিয়া মাদরাসায় ভর্তি করেন। গত শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মাদরাসার শিক্ষক সোহেল আকন্দ ঘুমন্ত শিশুকে ডেকে তুলে তার বিছানায় নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। এসময় শিশুটি চিৎকার দেওয়ার চেষ্টা করলে শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং এ ঘটনা কাউকে না বলতে ভয়ভীতি দেখান। পরের দিন শনিবার শিশুটির বাবা মাদরাসায় গিয়ে দেখেন তার ছেলে প্রচণ্ড জ্বরে ভুগছে। ক্রমেই জ্বর বৃদ্ধি পেলে তাকে বাসায় নিয়ে আসেন। জ্বর ভালো হলে মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যার দিকে মা তাকে মাদরাসায় যেতে বললে শিশুটি ওই মাদরাসায় পড়বে না বলে জানায়। কারণ জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। এছাড়া এর আগেও একাধিক দিন বলাৎকার করেছে বলে জানায় সে। ভয়ে কাউকে কিছু বলেনি। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, গ্রেপ্তারকৃত আসামি হাফেজ মো. সোহেল আকন্দ প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিকবার বলাৎকারের কথা স্বীকার করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews