কুচো কুচো বরফ ঝিকোনো আলোয়
এসো ভালোবাসা
পেঁজা তুলোর শব্দহীন উড়ানের সুখে
এসো ভালোবাসা
অনেকদিনের হারিয়ে যাওয়া পথের বাঁকে
দাঁড়ানো তুমি এসো
সফেনঢেউ এর তীর ঝাপটানো মগ্নতায়
এসো ভালোবাসা
বাদল মেঘের শীতকারে হোক
তোমার অবগাহন
বাঁধভাঙা জ্যোৎস্নার চুম্বন হোক
তোমার স্পন্দন
প্রস্রবনের বাষ্পোত্তাপ প্রগলভতায়
এসো ভালোবাসা
শিশির ভেজা ভোরের নিঃশব্দ বন্ধনে
এসো ভালোবাসা
আগুনছোঁয়া পলাশের রঙিন আর্তিতে
এসো ভালোবাসা
শতাব্দীর প্রহরশেষ শীতল অপেক্ষায়
এসো ভালোবাসা
বাঁশীর বুকে একটি সুরের পথ হেঁটে
এসো ভালোবাসা
অস্তরাগের লজ্জারাঙা একটি আলোয়
এসো ভালোবাসা
অনন্তের বুকে পালতোলা একটিবার
এসো ভালোবাসা ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট