1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

আর্জেন্টিনাকে উড়িয়ে দিল দাপুটে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল দাপট অব্যাহত রেখেছে । ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে হারানোর পর এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে উড়িয়ে দিল সেলেসাওরা। মঙ্গলবার ভোরে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।

কলম্বিয়ার এস্তাদিও অলিম্পিসো পাস্কুয়াল গেরেরো স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন মিডফিল্ডর গিয়ের্মে বিরো। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে সান্তোস। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

ম্যাচের ৮৭তম মিনিটে ব্রাজিলের ভিক্টর রকিকে ফাউল করেন আর্জেন্টিনার লাউতারো দি লোলো, পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন রকি।  নির্ধারিত সময়ের শেষ মিনিটে সান্ত্বনার গোল পায় আর্জেন্টিনা। গোলটি আসে ডেভিড গঞ্জালেসের পা থেকে।

টুর্নামেন্টটি শুরু হয়েছে ১৯ জানুয়ারি। দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল খেলছে এ টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি ও বলিভিয়া। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আসর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews