1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় সোনালী ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা মাউশির সোনাতলায় যমুনা নদীর মাঝ দিয়ে স্বেচ্ছাশ্রমে বিশাল রাস্তা নির্মাণ : নদী পারাপারে জনদুর্ভোগ লাঘব সবজির বাজারে উত্তাপ, চড়া দাম মাছ-মুরগির ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস সোনাতলায় গুড্মর্নিং কেজি স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন’ বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত ঢাকায় “ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরসনে রেমেডিয়াল এডুকেশন” শীর্ষক মতবিনিময় তরুণরা যে বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান—শিক্ষা উপদেষ্টা সংসদে সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১৫০ করাসহ সরাসরি নির্বাচনের দাবি

কৃষক সমিতি বগুড়া জেলার ১৩ তম সম্মেলন সন্তোষ পাল সভাপতি হাসান সম্পাদক

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
বগুড়া জেলা কৃষক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবন্দ। ছবি- সাব্বির
আজ সকাল ১১ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির ১৩ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ১৩ তম জেলা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কৃষক সমিতি বগুড়ার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহম্মেদ।
জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পালের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কৃষক নেতা আবিদ হোসেন বলেন, “দেশের কৃষি ও কৃষক আজ চরম সংকটকাল অতিক্রম করছে। অতিরিক্ত দাম দিয়েও কৃষক তার প্রয়োজনীয় সার পাচ্ছে না। পানির অভাবে কৃষক আত্নহত্যা করতে বাধ্য হচ্ছে। কৃষক তার কষ্টার্জিত ফসলের লাভজনক দাম থেকে বঞ্চিত।”
নেতৃবৃন্দ অবিলম্বে সার, ডিজেল, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম কমানো সহ, প্রকৃত উৎপাদক কৃষকের তালিকা হালনাগাদ করে ব্যাংক অ্যাকাউন্ট ও কৃষি কার্ড প্রদান, ফসল উৎপাদনে কৃষককে সরাসরি ভর্তুকি প্রদান, লটারি সিস্টেম বন্ধ করে প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, ইউনিয়ন পর্যায়ে অস্থায়ী ধানের গুদাম নির্মাণ ও সরকারি ক্রয়কেন্দ্র চালু, ধান বিক্রির টাকা কৃষককে সাথে সাথেই নগদ পরিশোধ করা, মোট উৎপাদনের ২০% ধান সরকারিভাবে ক্রয় করা, বাজেটে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধির জোড় দাবি জানান।
উদ্বোধনী অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সমিতি বগুড়ার সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, সদস্য হুমায়ুন কবির।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, যুব ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক সাঈদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়ার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, হরি শংকর সাহা, ফজলুর রহমান, মতিউর রহমান, বীরেন মাহাতো, শাহনিয়াজ কবির খান পাপ্পু, অখীল পাল, শুভ শংকর গুহ রায়, সাদ্দাম হোসেন,  সোহানুর রহমান, বায়েজিদ রহমান প্রমুখ।
সম্মেলন শেষে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পালকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা হাসান আলী শেখ কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews