1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:১২ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
প্রথম আলোর গ্রেপ্তারকৃত সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তিসহ তিনদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে তারা। এর আগে মধুর ক্যান্টিন থেকে তারা একটি বিক্ষোভ মিছিল করে।

তাদের তিন দফা দাবিগুলো হলো:

১. ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, বিচারবহির্ভূত হত্যা বন্ধ কর।
২. র‍্যাব হেফাজতে নিহত সুলতানা জেসমিন হত্যাকাণ্ডের বিচার।
৩. গ্রেপ্তারকৃত সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি।

সমাবেশে বক্তারা বলেন, এই ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের নির্যাতন করা হয়। লেখক মোসতাককে মারা হয়েছে, ফটো সাংবাদিক কাজলদের নির্যাতন করা হয়েছে। এখনও শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। এই আইন বাতিল করতে হবে। র‍্যাব হেফাজতে নিহত সুলতানা জেসমিন হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার করতে হবে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, বাংলাদেশের এই যে ফ্যাসিবাদী সরকার এর প্রধান দৃষ্টান্ত হলো মানুষকে গুম করে দেওয়া, প্রতিবাদী কণ্ঠস্বরকে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে রোদ করা, তাকে সাদা পোশাকে তুলে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা। এসবের বিরুদ্ধে আপনাদের সকলকে রুখে দাঁড়াতে হবে।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, ভোরবেলা যখন মানুষ ঘুমাচ্ছে তখন সাংবাদিকদের নির্যাতন করতে ধরে নিয়ে আসা হয়। এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে যেতে হবে। আপনাদের কথা দিচ্ছি যারা আমাদের কন্ঠরোধ করতে চায় সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আন্দোলন করে যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews