1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১০ মে ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

‘জনস্বাস্থ্য সংকট’ পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতি

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
ডেঙ্গু পরিস্থিতি ‘জনস্বাস্থ্য সংকট’ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির আরো অবনতি ঘটলে এটি মহামারি পর্যায়ে চলে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবেলায় আন্ত মন্ত্রণালয় টাস্ক ফোর্স গঠন ও সমন্বিত পদক্ষেপের তাগিদ দিয়েছেন তাঁরা।গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে এক হাজার ২৪৬ জন রোগী ভর্তি হয়েছে।

এ বছর এটাই এক দিনে হাসপাতালে ভর্তি সর্বোচ্চসংখ্যক রোগী। একই সময় মারা গেছে পাঁচজন। এই নিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট মৃত্যু ৮৮ জন। হাসপাতালে মোট ভর্তি ১৬ হাজার ১৪৩ জন।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, ‘সংজ্ঞা অনুযায়ী ডেঙ্গু পরিস্থিতি এখনো পুরোপুরি মহামারি পর্যায় যায়নি। তবে এটি মহামারির কাছাকাছি। যদি আরো বেড়ে যায়, তাহলে এটাকে আমরা মহামারি বলব।’

যেমন এবার ঢাকার বাইরে যে ডেঙ্গু পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আমরা আশা করিনি। এটা হলো মহামারিরই নামান্তর। আবার কোনো জায়গায় কখনো কারো ডেঙ্গু হয়নি, কিন্তু সেখানে যদি একটি লোকের ডেঙ্গু হয়, তাহলেও সেটা মহামারি। এর বাইরে আরেকটা হলো, যদি কোনো একটা নিদিষ্ট জায়গায় গত পাঁচ বছরের তুলনায় গড়ে ডেঙ্গু অনেক বেশি হয়, তাহলেও সেটিকে আমরা মহামারি বলব।’

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি আমাদের দেশে এখন এন্ডামিক পর্যায়ে আছে। অর্থাৎ রোগটা সারা বছর থাকবে কিন্তু মৌসুমে বাড়বে। তখন হাসপাতালে হাজার হাজার রোগী ভর্তি হবে। আবার কমে আসবে। যেটি আমাদের দেশে কয়েক বছর ধরে চলছে।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিকে ‘জনস্বাস্থ্য সংকট’ ঘোষণা করে জরুরি ভিত্তিতে সমন্বিত রোডম্যাপ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

দেশে ডেঙ্গুতে এক দিনে আরো পাঁচজনের মৃত্যুতে জুলাইয়ের প্রথম ১২ দিনে মৃতের সংখ্যা ৪১ জনে পৌঁছাল। একই সময় মোট ভর্তি আট হাজার ১৬৫ জন। গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের ৭০৯ জন ঢাকার ও ঢাকার বাইরে ৫৩৭ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন ঢাকার ও একজন রাজশাহীর। নতুন ভর্তি রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি তিন হাজার ৭৯১ জন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৫৩০ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৬১ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews