একাকিত্বের বেড়া-জালে আমি এক প্রতিবন্ধ পথিক
এক কিঞ্চিৎ শান্তির উদ্দেশ্যে ঘুরেছি বহুদিক-বিদিক
তবুও পৃথিবীর কোথাও মিলেনি এক টুকরো কুহক।
মায়ার বেড়া-জালে আমি; এক জ্ঞেয় সাহিত্য প্রেমী
বর্ণের সন্ধানে ছুড়েছি অবিরত নিসঙ্গ আমি।
তবুও অন্তিম হয়নি মোর; জ্ঞান ভাণ্ডার অজ্ঞাত’ই আছি।
জীবন গল্পের বেড়া-জালে আমি এক সত্যেও সন্ধানী
ছুটে চলেছি বিরহের বোঝা নিয়ে,সুখ জুটেনি।
তবুও মন আছে অটুট, কাব্য চর্চার হাল ছাড়িনি ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট