1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১০ মে ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

অবিলম্বে করতোয়া সহ-সকল নদ-নদী ফিরিয়ে দাও – কৃষক সমিতি বগুড়া

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
বগুড়ায় করতোয়া সহ-সকল নদ-নদী রক্ষার দাবীতে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন। ছবি-নাদিম
বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির উদ্যোগে অদ্যই ১১.৩০ মিনিটে  বগুড়ার ম্যাক্স মোটেল এ করতোয়া সহ-সকল নদ-নদী রক্ষার দাবীতে গোলটেবিল বৈঠক কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আলী শেখ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন,  সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন।
সভায় উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রকাশ করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক প্রদীপ ভট্রাচার্য শংকর,  আরডিএর পরিচালক ড. শেখ মেহেদী মোহাম্মদ,  লেখক সাজাহান সাকিদার, বগুড়া বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড মোজাম্মেল হক, পরিবেশ আন্দোলন ( বাপা) বগুড়ার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,
সাবেক ব্যাংকার বীরমুক্তিযোদ্ধা ছামছুল আলম, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু, সুজন বগুড়ার সহ-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়ার সভাপতি  ফজলার রহমান,  যুব ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি অখিল পাল, উদীচী বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড লুৎফর রহমান,  সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিওয়াজ কবির খান পাপ্পু,  ছাত্র ইউনিয়ন বগুড়ার সভাপতি ছাব্বির আহম্মেদ।
সভায় উপস্থিত ছিলেন কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি হুমায়ন কবির,  ফিরোজ আকতার পলাশ,  সহ-সাধারণ সম্পাদক বিরেন মাহাতো,  কৃষকনেতা কৃঞ্চ মাহাতে, মুন্নাফ মুন্সী, শফিকুল ইসলাম,  সজল সরদার, দেবু, সোহানুর রহমান।
নেতৃবৃন্দ বলেন নদী মরার আগেই আমরা মরেছি, কারণ আমরাইতো আমাদের এই অবস্থার জন্য দায়ী সরকারের সংবিধানের ১৮ধারা মানছে না। ব্যাক্তি প্রতিষ্ঠান,  সরকারী, বেসরকারি সংস্থা নদী দখল ও দূষণের জন্য দায়ী। নদী না থাকলে পানি থাকবে না, পানি না থাকলে কৃষি, মৎস্য, জীব ও বৈচিত্র ধংসের দারপ্রান্তে এ অবস্থায় বগুড়ার  সকল নাগরিকদের দায়িত্ব জীব ও বৈচিত্র রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাবী আদায় করতে হবে।
কৃষক সমিতির দাবী:
১। পরিকল্পিত নদী খনন করে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।
২। বিকল্প  বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলে নদীতে ময়লা আর্বজনা ফেলা বা ডাম্পিং বন্ধ করতে হনে।
৩। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিকল্পিতভাবে নদীর সীমানা নির্ধারণ পিলার স্থাপন এবং পাড় বাঁধাই করতে হবে।
৪। বাধাই করা পাড়ে ফলক ও বনজ গাছ লাগানো এবং মানুষের চলাচলের জন্য ফুটপাত নির্মাণ করতে হবে।
৫। নদীর জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে হাইকোর্টের রিট পিটিশনের সংশ্লিষ্ট রায়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে অবৈধ দখল থেকে নদীকে রক্ষা করতে সিআরপিসি আইনের ১৩৩ধারা প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৬। নদীর স্বাভাবিক প্রবাহ তৈরি করে নদীতে নানান জাতের মাছের পোনা অবমুক্ত করে ‘ জাল যার জল তার’ এই আইনে প্রকৃত মৎস্যজীবীদের অভিভাবকত্বে ছেড়ে দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews