ঝিনাইদহের আঞ্চলিক সড়কে ও মহা সড়কে উন্মুক্ত অবস্থায় বাধাহীন ভাবে ঘুরছে গৃহপালিত পশু গরু-ছাগল,যার কারনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা হচ্ছে মৃত্যু ও পঙ্গুত্ব। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা প্রায়ই দুর্ঘটনায় পড়ছে এই গরু,ছাগলের কারনে,ঝিনাইদহের অনেক তাজক প্রাণ ঝরেছে এই উন্মুক্ত অবস্থায় গরু-ছাগলের কারনে।
যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ সেহেতু মফস্বল শহরে ও গ্রামে অধিকাংশ মানুষ গরু-ছাগল পেলেপুষে রাখেন কিন্তু তাদের সামান্য ভুলের কারনে প্রতিবছর সড়কে বাড়ছে দুর্ঘটনায় মৃত্যু ও পঙ্গুত্ব। এমতাবস্থায় দেশের সর্বসাধারণ জনগণকে সচেতন করতে জেলা তথ্যঅফিসের মাধ্যমে তৃনমুল পর্যায়ের মানুষকে সচেতন করা যেতে পারে,অথবা আইনের মাধ্যমে সড়ক,মহাসড়ক থেতে গৃহপালিত পশু বিশেষ করে গরু-ছাগল অপসারণ করা হোক।
জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে তৃনমুল পর্যায়ের মানুষকে সচেতন করা হোক। তাদের সামন্য ভুলে যারা দুর্ঘটনায় পড়েন তাদের পরিবারকে দিতে হচ্ছে অনেক গুনে মাশুল। মনে রাখতে হব একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসুন আমরা সচেতন হই এবং অঙ্গিকার করি,
নতুন করে কোনো দুর্ঘটনা ঘটনার আগেই আমরা সচেতন হবো,সড়কে উন্মুক্ত অবস্থায় গরু-ছাগল ছেড়ে রাখবো না,এবং সড়কের পাশেই গরু,ছাগল, ভেড়া এসকল পশু বেধে রাগবো না।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট