বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সহ-সভাপতি, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ সংসদের সাবেক সভাপতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সদস্য মোঃ আব্দুল মান্নান আজ আনুমানিক সকাল সাড়ে ৯ টায় সড়ক দুর্ঘটনায় মৃত্যবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, টিইউসি বগুড়ার সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কৃষক সমিতি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, উদীচী বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়, সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি ফারহানা আক্তার শাপলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান প্রমুখ।