বরেন্দ্র অঞ্চলে সেচের পানি বিতরণে ও গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়ম-হয়রানি-দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে আগামী ৫ নভেম্বর ২০২৩ ইং রাজশাহী বরেন্দ্র কর্তৃপক্ষ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফলকরণের লক্ষ্যে আজ বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাবে বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন।
লিখিত বক্তব্য শেষে কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে আলোচনা করেন কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির, ফিরোজ আখতার পলাশ, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, চাপাই নবাবগঞ্জ জেলার কৃষকনেতা হাসান আলী, বগুড়া জেলার সদস্য শাহনিয়াজ কবির খান পাপ্পু।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জহর লাল রায়, বগুড়া জেলার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান প্রমুখ।
কৃষক সমিতির দাবিসমূহ:
১. বরেন্দ্র অঞ্চলে সেচের পানি বিতরণে ও গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়ম-হয়রানি-দুর্নীতি বন্ধ কর।
২. অপারেটরদের দৌরাত্ম্য রোধ কর খাল, বিল, খাসপুকুর, দীঘি সংস্কার করে কৃষকদের পানি ব্যবহারের অবাধ অধিকার নিশ্চিত কর
৩. বরেন্দ্র অঞ্চলের চাষের জমিতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত কর। বিকল্প হিসেবে সৌর বিদ্যুৎ ও ন্যায্য দামে ডিজেল সরবরাহ কর
৪. প্রকৃত উৎপাদক কৃষককে কৃষি কার্ড দাও।
৫. সার-বীজ-কীটনাশক-ডিজেলসহ কৃষি উপকরণের দাম কমাও।
৬.পল্লী রেশন ও শস্য বীমা চালু কর।
৭. বরেন্দ্র অঞ্চলের কৃষি, কৃষি জমি, পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা কর
৮. ‘উত্তর রাজশাহী সেচ প্রকল্প’ চালু করে
ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত কর।