ঈশ্বরদী রেলগেটে অগ্নি সংযোগ ও ভাঙচুর বিএনপির পিকেটিং ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধিঃ বিএনপি -জামায়াতের অবরোধের দ্বিতীয় ধাপের প্রথম দিন (৫ নভেম্বর) রবিবার ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণ-রেললাইনে আগুন-ভাঙচুর প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে বিএনপির ২০-২৫ জন যুবক রাত সাড়ে সাতটার দিকে রেলগেটে এসে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে রেললাইনে অগ্নিসংযোগ করে অবরোধের সমর্থনে স্লোগান দেন তারা। এসময় রেলগেটের কাছে একটি ট্রাকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ঈশ্বরদী শহর থমথমে অবস্থা বিরাজ করছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ জানান, ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট