সেন্টমার্টিন ভ্রমণ
সালমা শবনম
প্রাককথন-১
প্রায় তিনবছর বাদে ঘুরতে যাব। উত্তেজনায় টগবগিয়ে প্রায় ফুটছি… সাথে জমা হয়েছে এই জল্পনা-কল্পনা যে অরিত্র খানিক বড় হবার পরে এই প্রথম বেড়াতে যাওয়া… ও কি করবে বেড়াতে গিয়ে…. অর্জনও বড় হয়েছে… বাচ্চাদের আনন্দ চিন্তা করেই আনন্দ হচ্ছিলো খুব।
আমাদের ঘোরাঘুরির এক টিম আছে…. সেই বান্দরবান ট্যুরের পর থেকে…. সেবার গিয়েছিলাম পাঁচ পরিবার… এরপর থেকে আমরা আর আমার এক বন্ধু শারমিন আর ওঁর ফ্যামিলি মিলেই ঘুরতে যাই…. যদিও যাবার আগে নিয়ম করে বাকি তিনজনকে জানাই আমরা…
যাহোক, এবার প্ল্যান শুরু হলো ডিসেম্বর থেকে…. পরিকল্পনা শুরু মানেই আসলে ট্যুর শুরু। নানা প্রস্তুতি নিতে থাকি আমরা, দফায় দফায় কথা হয়, নানা সিদ্ধান্ত নেয়া হয়। সে এক মহাযজ্ঞ ব্যাপার! আসলে ট্যুরটাকে জ্যান্ত রাখবার নানা প্রয়াস আমাদের… যেন ঘুরতে যাবার ঐ ক’টা দিনেই সব সীমাবদ্ধ না থাকে আর কি…. আনন্দটাকে যতটুকু পারা যায় বাড়িয়ে- ছড়িয়ে দেয়া।
যথারীতি ট্যুর মেসেঞ্জার গ্রুপ খুলে নানা কথাবার্তা চলতে থাকল আমাদের…. শুরুতে কোথায় যাওয়া হবে সে নিয়ে তুমুল আলোচনা চলল কিছুদিন। কিছুতেই ঠিক হচ্ছিলনা কোথায় যাওয়া হবে…. কোভিড একটা ইস্যু তো মাথাতে ছিলোই… যেখানেই ঠিক হয়, সেখানেই মানুষের আধিক্যে পিছিয়ে যাই আমরা…. কী ভয়ানক বিপদ! (চলবে)