1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার কৃষকদলের রাজনৈতিক প্রশিক্ষণ রাজধানীতে জমকালো আয়োজনে হয়ে গেলো বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আইপিসি বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় বেইআইনি নির্দেশনা দেব না, কোনো দলের পক্ষেও কাজ নয় : সিইসি ট্রাম্পের শুল্ক তলোয়ার ঝুঁকিতে বৈশ্বিক ওষুধশিল্প অনিশ্চয়তায় বাংলাদেশও রাজধানীতে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা সোনাতলায় পাকুল্লা ইউপি চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ও সমবেদনা বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ:শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

রাজধানীতে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার বগুড়া থিয়েটার পরিবার ঢাকার আয়োজনে ঢাকার পরিবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিকেল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত স্মৃতির হাত ধরে বগুড়া থিয়েটারের আলোয় স্লোগানে “নাট্য সূত্রে বাঁধা” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগঠনের পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় । এরপর সম্প্রতি বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রয়াত ও লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন এর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের পর উপস্থিত অতিথিদের মাঝে ভাঁজপত্র মোড়ক উন্মোচন ও বিতরণ করা হয়েছে।

শুরুতেই সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিব ফজলুল হক সাকী স্বাগত বক্তব্য রাখেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান লেবু।

ঐশী রায় ও তাঁর দল সূচনা নৃত্য পরিবেশন করেন, শিকড়ের গান পরিবেশন করেন জুলফিকার হুসাইন সোহাগ, ম্যাক আপেল। কাওয়ালী ও নাটকের গান পরিবেশন করেন অলক পাল, সোবহানী বাপ্পী, বায়োজিদ নিবির, সানাউর রহমান, রবিউল করিম। সুর ও লহরী নিয়ে হাজির হবেন বিশিষ্ট তবলা বাদক পৌষরাম সরকার ও বংশীবাদক নির্ঝর অধিকারী। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী শান্ত মাহমুদ।

অনুষ্ঠানে বগুড়া থিয়েটারের সাড়া জাগানো তিনটি নাটকের অংশবিশেষ মঞ্চায়িত হবে। তৌফিক হাসান ময়না রচিত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নির্দেশিত “কথা পুন্ড্রবর্ধন” নাটকের অংশবিশেষ পরিবেশন করবেন নাট্যকর্মী রুবল লোদী, সোমা ফারহা মুমু, লেলিন ফিরোজী ও মাহিন মোহন্ত। ২২ বছর পর দুই বাংলার প্রশংসিত নাটকটির জন্য মঞ্চে দাঁড়াতে পারায় আপ্লুত বগুড়া থিয়েটারের অভিনয়শিল্পীরা। তৌফিক হাসান ময়নার রচনা ও নির্দেশনায় “দ্রোহ” নাটকের অংশবিশেষ মঞ্চায়ন করবেন অলক পাল ও দীপাবলী মুখার্জী। বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা নাট্যাচার্য ড. সেলিম আল দীন রচিত ও তৌফিক হাসান ময়না নির্দেশনা এবং জুলফিকার হুসাইন সোহাগ এর সহর্নিদেশনায় “কিত্তনখোলা” নাটকের অংশবিশেষ মঞ্চায়ন করবেন নজরুল ইসলাম জনি, হান্নান শাহ্, মামুনুর রশিদ নিলয়। সবশেষে তৌফিক হাসান ময়না রচিত ও সাইদুর রহমান লিপন নির্দেশিত “কৈবর্ত বিদ্রোহ” নাটকের অংশবিশেষ মঞ্চায়ন করবেন রুবল লোদী, জুলফিকার হোসাইন সোহাগ ও মাহমুদুল হাসান মিথেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews