ময়মনসিংহে পিছিয়ে পড়া নারীদের অধিকার আদায়ে নারীদলের অনুপ্রেরণা ও উদ্দীপনা তৈরিতে বার্ষিক সামাজিক সমাবেশ অনুষ্ঠান হয়ে গেলো।
দিনব্যাপী মেলা ও খেলাধুলার মাধ্যমে নারীদলের অনুপ্রেরণা ও উদ্দীপনা তৈরিতে দল সদস্যদের বার্ষিক সামাজিক সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি অলাভজনক স্বেচ্ছাসেবি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), ময়মনসিংহ কেন্দ্র।
আজ ৯ ফেব্রুয়ারী সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় বলাশপুর আবাসন মুক্তিযোদ্ধা পল্লীর প্রকল্প প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এই সমাবেশের মূল লক্ষ্য ছিলো মেলা ও খেলাধুলার মাধ্যমে নারীদলের অনুপ্রেরণা ও উদ্দীপনা তৈরি, করোনাকালে শারীরিক ইমিউনিটি বৃদ্ধি ও করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা, মানসিক শান্তি প্রতিষ্ঠা। খেলার মধ্যে ছিলো নারীদের ১০০ মিটার দৌড়, সুইয়ে সুতা লাগানো, মুখে চামচে মার্বেল নিয়ে দৌড়, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি। ৪টি ইভেন্টে বিচারকগণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হিসেবে মোটি ২৪জনকে নির্বাচন করেন। আবাসন, কালিবাড়ী,খালপাড়, গোহাইলকান্দি, আকুয়া,চরপাড়া,কৃষ্টপুর, রেলীরমোড়, পুরোহিতপাড়া এলাকার দলীয় নারী সদস্যরা মেলা ও খেলাধুলায় অংশগ্রহণ করে।
এছাড়াও করোনায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান,মেলা ও খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী জমজমাট মেলা ও খেলাধুলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন, বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সভাপতি মনিরা বেগম অনু, জনউদ্যোগ সদস্য অধ্যাপিকা লুৎফুন্নাহার, আবাসন কমিউনিটি ফোরামের সদস্য আব্দুল মোতালেব, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, স্বপন সেন, মরিয়ম আক্তার, পান্না বেগম, হাসিনা বেগম, উন্নয়ন কর্মকর্তা মোঃশাখাওয়াত হোসেন, হিসাব রক্ষক নূরুল খায়ের তালুকদার, প্রোগ্রাম অর্গানাইজার সুবর্ণা দাস,লুৎফুন নাহার ও তামান্না সরকার প্রমুখ।
অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সভাপতি মনিরা বেগম অনু বলেন,” নারীরা সবসময়ই পিছিয়ে থাকতে চায় না,নারীরা পুরুষদের পাশাপাশি চলতে চায়। আইইডি আজ যে মেলা ও খেলাধুলার আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। নারীদল সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন আইইডি সবসময়ই মানুষের পাশে আছে, আপনারাও আইইডিকে সাথে নিয়ে এগিয়ে যাবেন।” সমাপনী বক্তব্যে সভাপতি করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সবাইকে সচেতন থাকতে বলেন, নিয়মিত হাত ধোঁয়া, মুখে মাস্ক পড়া এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট