ইউক্রেন সংকট সমাধানের ‘ইতিবাচক সম্ভাবনা’ দেখছে রাশিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁর ম্যারাথন সফরের পর একথা বলছে তারা। গতকাল বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘কেবল মিনস্ক চুক্তি রক্ষার মাধ্যমেই যে ইউক্রেন ইস্যুর সমাধান সম্ভব, সে ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত মিলেছে।
তিনি আরো বলেন, ইউক্রেনের অনেক আগেই ওই চুক্তি পালন করা উচিত ছিল। তবে এখনো যে ইউক্রেন শিগগির ওই চুক্তি রক্ষার পথে যাবে, তেমন কোনো ইঙ্গিত মেলেনি।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশপন্থী বিদ্রোহী গোষ্ঠী ও ইউক্রেন সরকারের মধ্যকার দ্বন্দ্ব মেটাতে ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তির প্রসঙ্গ টেনে ক্রেমলিনের মুখপাত্র এসব কথা বলেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁর টানা তিন দেশ সফরের পর রাশিয়ার দিক থেকে ইতিবাচক মন্তব্য আসে। ইউক্রেনে শিগগির হামলা চালাতে যাচ্ছে রাশিয়া, ক্রমাগত যুক্তরাষ্ট্রের এমন হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে শান্তি ফেরানোর আশায় গত সোমবার মস্কোয় যান ম্যাখোঁ। সেখানে রুশ রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করে মঙ্গলবার তিনি কিয়েভে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এই দুই রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে ম্যাখোঁ এরপর যান জার্মানি বার্লিনে। সেখানে জার্মানি ও পোল্যান্ডের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিন নেতাই ইউক্রেন ইস্যুতে যুদ্ধ ঠেকানোর পথ খুঁজে বের করার ব্যাপারে একমত হন।
এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘পরিস্থিতি এখনো উত্তপ্ত, তবে নিয়ন্ত্রণে। উত্তেজনা কমাতে কূটনীতি অব্যাহত আছে। ’ তিনি আরো বলেন ‘এই সংকটে বৃহত্তর ইউরোপীয় সম্প্রদায় কিভাবে সাড়া দেয়, সেটার ওপর নির্ভর করছে ইউরোপ ও ইউরোপের প্রতিটি রাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট