1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যৌথ বাহিনীর অভিযানে সোনাতলার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা নান্নু আটক আজ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী এক্সপ্রেস বাস চালু হওয়ায় যাত্রীরা খুশিঃ স্থায়ী টার্মিনাল নির্মানের দাবি নাগরিক কমিটির চিন্ময় দাসের জামিন শুনানি পেছাল এক মাস বিমানে শিডিউল বিপর্যয় আবারও যেন ‘নিয়মে’ পরিণত হয়েছে জলমহাল নীতি লঙ্ঘনের অভিযোগে বাঁওড় ইজারা বাতিলে সোচ্চার বলুহরসহ ভুক্তভোগী বাঁওড় জেলেরা বোয়ালখালীতে সানশাইন একাডেমীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বগুড়ায় শীত থেকে বাচতে হাটের পোশাকে ঝুকছে নিন্ম আয়ের মানুষ সোনাতলা সদরে দিনের বেলা মোটরসাইকেল চুরি অরাজকতা প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী : প্রেস ব্রিফিং

চুরাল মুরিয়াল ধর্মীয় আচার নাকি বর্বরতা?

মৌমিতা চট্টোপাধ্যায়
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
আপনি ধর্ম মানেন তাতে আমার আপত্তি নেই,আপনি ঈশ্বর বিশ্বাস করেন আর দেবদেবী বিশ্বাস করেন, তাতেও আমার আপত্তি নেই,আপনাকে নিষেধ করার অধিকারও আমার নেই যতক্ষণ পর্যন্ত তা সমাজের কোনও ক্ষতি না করে।আপনি ধর্মের নামে শিশুদের বলি দেবেন এটা কখনোই মেনে নেব না,সে যে ধর্মই হোক না কেন।কেরলা যথেষ্ট শিক্ষিত রাজ্য।কিন্তু এই শিক্ষিত রাজ্যে অনেক ধর্মীয় প্রথা রয়েছে যা খুবই ভয়ংকর।
তেমনই এক প্রথার নাম ‘চুরাল মুরিয়াল’ (Chooral Muriyal) যা হচ্ছে শিশুবলির অপর এক নাম। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের চেট্টিকুলাঙ্গারা মন্দিরের আড়াইশো বছরের ঐতিহ্য হিসেবে শিশু বলি দেওয়ার এক ভয়ানক ধর্মীয় রীতি পালন করা হয়। যার নাম চুরাল মুরিয়াল। ধনী পরিবারগুলো মার্চ মাসে কেরালার ‘কুম্বাভারানি উৎসবে’ গরীব পরিবার থেকে ক্রয়কৃত ছেলে শিশুদের কে বলি দিয়ে দেবী ভদ্রা কালী কে এভাবে তুষ্ট করে।
‘চুরাল মুরিয়াল’ রীতি অনুযায়ী ১০ বছরের কম বয়সের বাচ্চা ছেলেদের বলি দেওয়া হয় মন্দিরে র ভগবান এর কাছে। সোনার সুঁচে সুতা ঢুকিয়ে তা দিয়ে ক্ষত-বিক্ষত করা হয় তাদের দেহ।দেহ থেকে যে রক্ত বের হয় তাতে তুষ্ট হন দেবী ও দেবতা এবং যে পরিবার এই প্রথা মেনে পূজা দিচ্ছে তাদের ওপর ভগবান আশীর্বাদ বর্ষণ করেন। গরীব পরিবার থেকে সন্তান কিনে এনে তাকে স্নান করিয়ে পবিত্র করানোর পর তাকে মেয়েদের মতো মেকআপ করানো হয়, চকচকে রঙিন পোশাক পরিধান করানো হয় এবং গলায় পরানো হয় ফুলের মালা। যেন বিয়ের আসনে বসতে যাচ্ছে কোনো হিন্দু কিশোরের দল!
‘চুরাল মুরিয়াল’ (Chooral Muriyal) পূজা সাধারণত করে থাকে ধনী পরিবারগুলো। আর তারা এই রীতির জন্য নিজের বাড়ির ছেলেদের কখনোই এগিয়ে দেন না; বরং পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার বিনিময়ে একেবারে গরীব পরিবারগুলো থেকে তাদের শিশুপুত্র দের কিনে আনেন তারা। পূজা করার এই বর্বর রীতি তারা প্রাচীনকাল থেকেই বলবৎ রেখেছে।
সেই বিশ্বাসের বশবর্তী হয়ে ‘চুরাল মুরিয়াল’ (Chooral Muriyal) নামে অমানবিক প্রথা চালু রাখতে শিশু কেনাবেচার মতো গুরুতর অপরাধও চলে সারা কেরলা জুড়ে। অভিযোগ, ‘দেবী’র আশীর্বাদ লাভের আশায় গরিব পরিবারের কাছ থেকে বাচ্চাদের কিনে নেয় অর্থবান পরিবার। প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকায় এই কেনাবেচা চলে বলে অভিযোগ।
সরকার কর্তৃক ২০১৬ সাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় ‘চুরাল মুরিয়াল’ (Chooral Muriyal) এর প্রথা র উপর । তবুও এই বছর এও হয়ে গেল নরবলি। সুঁই দিয়ে আঘাতে ছোট ছেলেদের কে, (মেয়ে দের তারা এই নরবলি তে গ্রহণ করে না, এটা দেবতা র ইচ্ছা হতে পারে!) হত্যা করেই পূজা নামের এই বর্বরতার বিরোধিতা একজন সভ্য মানুষ এর পক্ষে মেনে নেওয়া খুব কষ্টকর।
ধর্ম যেটাই হোক, ‘চুরাল মুরিয়াল’ (Chooral Muriyal) এর নামে অবাধে মানুষ হত্যা মেনে নেওয়া যায় না। আবার সেটা যদি হয় ধর্মীয় উদ্দেশে,তাহলে তাকে ধর্ম না বলে অধর্ম বলতে হবে।শুধু অধর্ম নয় এটা রীতিমতো অপরাধ এবং মারাত্মক অপরাধ।
২০১৬ সালে ‘চুরাল মুরিয়াল’ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে কেরলা স্টেট কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ডস। এ নিয়ে মামলাও শুরু হয় উচ্চ আদালতে। সেই মামলায় কেরলা হাইকোর্ট ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ‘চুরাল মুরিয়াল’প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন।
তারপরেও বন্ধ হয়নি। এবছর আমরা গোপন সূত্রে খবর পেয়ে চারজন শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে তুলে দিয়েছি। অর্জুন জেশওয়াল,রোহিত কেরকেট্টা,রাম গেরগিয়া ও রাজেশ রাপ্পা নামের চার শিশু পরিবারকে পেয়ে খুব খুশি।
সমাজ থেকে এই প্রথা সেদিনই চিরতরে বন্ধ হবে যেদিন মানুষ ধর্মান্ধতা থেকে বেরিয়ে আসতে পারবে! তাই আমাদের সকলেরই এ ব্যপারে সচেতন হওয়া উচিৎ। সতর্কবার্তা হচ্ছে যে ভারত যদি একবার হিন্দু রাষ্ট্র ঘোষিত হয় তাহলে এমন ভয়ংকর প্রথার মতো সকল ধর্মীয় প্রথা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews