গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে অমর একুশে বইমেলা। মেলায় এবার বিক্রি হয়েছে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই। করোনাকালে গত বছর মেলায় বই বিক্রি হয়েছিল তিন কোটি ১৭ লাখ টাকার। এবারের মেলায় নতুন বই প্রকাশিত হয় তিন হাজার ৪১৬টি।
বাংলা একাডেমির মতে এর মধ্যে মানসম্মত বই ৯০৯টি। ২০২০ সালে নতুন বই প্রকাশিত হয়েছিল চার হাজার ৯১৯টি। মানসম্মত ছিল ৭৬১টি। গত বছর মানসম্মত বই ছিল ১৫ শতাংশ। এ বছর ২৬ শতাংশ মানসম্মত বই প্রকাশিত হয়েছে।
গতকাল অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান মেলার সদস্যসচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ। তিনি বলেন, ‘এবারের বইমেলায় বই বিক্রি হয়েছে ৫২ কোটি ৫০ লাখ টাকার। শুধু বাংলা একাডেমি বই বিক্রি করেছে এক কোটি ৩৫ লাখ টাকার। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতিসচিব আবুল মনসুর, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা প্রমুখ।
গুণীজন স্মৃতি পুরস্কার ২০২২ প্রদান
২০২১ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য আগামী প্রকাশনীকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২২, ২০২১ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা গ্রন্থ বিভাগে আবুল হাসনাত সম্পাদিত ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মারক’ প্রকাশের জন্য বেঙ্গল পাবলিকেশন্স, জালাল ফিরোজ রচিত লন্ডনে ‘বঙ্গবন্ধুর একদিন’ গ্রন্থের জন্য জার্নিম্যান বুক্স এবং সৈয়দ আবুল মকসুদ রচিত ‘নবাব সলিমুল্লাহ ও তাঁর সময়’ গ্রন্থের জন্য প্রথমা প্রকাশনকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২২ প্রদান করা হয়। ২০২১ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্যে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য কথাপ্রকাশকে রোকনুুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২২ প্রদান করা হয়।
২০২২ সালের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে নবান্ন প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশন এবং পাঠক সমাবেশকে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২২ প্রদান করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট