1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

রাজধানীতে কমছে না ডায়রিয়া রোগী

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ডায়রিয়ার রোগী বেড়েই চলছে। গতকাল শুক্রবার ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ৫৮ জন রোগী ভর্তি হয়েছে। এক ঘণ্টায় সর্বোচ্চ ৮৮ জন ভর্তি হওয়ার ঘটনাও ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ১৮ ঘণ্টায় আইসিডিডিআরবি হাসপাতালে এক হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়। এর আগে গত বৃহস্পতিবার এক হাজার ৩৮২ জন, বুধবার এক হাজার ৩৭০, মঙ্গলবার এক হাজার ৩৭৯, সোমবার এক হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছিল। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, ডায়রিয়ার সঙ্গে কলেরায় আক্রান্ত রোগীও ভর্তি হচ্ছে।

এদিকে আইসিডিডিআরবি হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ডায়রিয়া রোধে কী করণীয়, তা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশনও জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। কিন্তু নিম্ন আয়ের যেসব মানুষ এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে তাদের এই প্রচারণা তেমন কোনো কাজে লাগছে না। পানি ফুটিয়ে পান করার মতো সুযোগ ও সামর্থ্য তাদের নেই।

২০০৭ সালে ডায়রিয়ার প্রকোপ দেখা দিলে তখন নিম্ন আয়ের মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বিতরণ করা হয়েছিল পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। সেনাবাহিনী এ কাজে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে। এবারও ঢাকার দুই সিটি করপোরেশন সে ধরনের উদ্যোগ নিলে ডায়রিয়া রোগী কমে আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews