ভোরের আলোর ওম গায়ে তিন বছর আগে চোখ মেলা যে শিশুচারাটির আজ ডানামেলা ডালপালার সবুজে আকাশকে ডাকছে এক মহীরূহ। মাথা তোলবার ঝুঁকিতে সেদিনই চিনেছি ” শিকড়ে তুমি অরণ্যের বিশাল চেতনা”। আজ তোমার জন্মদিন অদেখাবিশ্ব- তোমার চোখের আলোয় দেখেছি চোখের বাহিরে। নানারঙের মেলায় মিশে তৈরী তোমার একটি রঙ – সে রঙ মর্মে এসে লাগে পাঠকের। লেখনীর শরীরে তোমার সাগরের সঙ্গম। ঝিনুক খুঁজে পাই আমরা।তথ্যের সাথে সাহিত্যের,কাব্যের সাথে নাটকের, সত্যের সাথে নিরন্তর আপোষহীনতার এক পূর্ণ মেলবন্ধন তুমি। ভেঙেছ মিথ, সত্যকে চিনিয়েছো সহজে। দেশ-বিদেশের নানা খবর পরিবেশনায় সদাজাগ্রত প্রহরী তুমি। মননকে করে সমৃদ্ধ, চিন্তনে সুদূরপ্রসারী, ঘুম ভাঙে পাঠকের অবচেতনের তোমার চেতনার সাথে। পাখির ডানায় স্বচ্ছন্দ উড়ান তোমার শরীরে। তোমার মহাকর্ষে উপগ্রহের মতো ঘুরি আমরা, কক্ষচ্যুত হইনা কখনও- এমনি তোমার ভালোবাসার টান। এ যেন “জানার মাঝে অজানারে করেছি সন্ধান/বিস্ময়ে তাই জাগে ,জাগে আমার প্রান”। তোমার লিখনী, সংবাদ সিঞ্চন সবই যেন” শিরার ভিতর ঘুরে বেড়ানো কলম”।কখনো শীতের নরম রোদ তো কখনও ভৈরবী ঘূর্ণি “।সবমীলীয়ে বাস্তবের জঠর থেকে উঠে এসে শব্দের সাথে শব্দের আপন সখার হাতধরাধরিতে পাতার বুকে হেঁটে চলা এক জীবন্ত পাঠাগার-যা মননের জারনে সমৃদ্ধ। “তোমার লেখায় আবহমানের টান”- স্রোতে ভাসি আমরা । শুভ জন্মদিন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট