আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় গণসাক্ষরতা অভিযানের সম্মেলন কক্ষে সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযান এর নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় গণসাক্ষরতা অভিযানে কর্মরত সহকর্মীরা নিজেদের অভিজ্ঞতা এবং অনুভূতি থেকে বঙ্গবন্ধু এবং তাঁর দীর্ঘ কর্মজীবন নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে আলোকপাত করেন। আলোচনা সভার সঞ্চালনা করেন গণসাক্ষরতা অভিযান এর উপ-পরিচালক তপন কুমার দাশ ।
আলোচনা সভায় সভাপতি অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তাঁর শাসন আমলে অসীম সাহস নিয়ে অনেকের আপত্তি সত্ত্বেও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করছেন। দীর্ঘবিরতির পর পরবর্তীতে তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার জাতীয়করণের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, “১৯৭৫ সালে ১৫ আগষ্ট আমি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির চার বাড়ি পরেই পরিবার সহ থাকতাম। আগের দিন আমার স্বামী পেশাগত কারণে চট্টগ্রামে যান। আমার আড়াই বছরের ছেলেকে নিয়ে সেদিন একাই বাড়িতে ছিলাম। রাতে যখন গুলির শব্দে আশেপাশে কেঁপে উঠছিল তখন আমি ছোট্ট শিশুকে নিয়ে ভয়ে বাথরুমে আশ্রয় নিয়েছিলাম। সকাল বেলা জানলাম বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। তাঁর বাড়ির দিকে যেতে চাইলেও যেতে পারিনি, সেনাবাহিনীর লোকজন পাহারা দিচ্ছিল। ট্যাংকগুলো সবসময় যাতায়াত করছে চারদিকে ভয়ার্ত এক পরিবেশ সৃষ্টি হয়েছিল।”
একবার শিক্ষার্থী থাকা অবস্থায় আমার বান্ধবী নাজমা শামস্ এর সঙ্গে বঙ্গবন্ধুর বাড়িতে গেলাম। তিনি বললেন, “তোর বান্ধবীও আমার কাছে তোর মতই। তোরা দুপুরে খেয়ে যাবি।” বঙ্গবন্ধু ছিলেন এই রকম বড় হৃদয়ের একজন মানুষ। বঙ্গবন্ধু ছিলেন মহান হৃদয়ের মানুষ এবং আদর্শিক নেতা। আমরা অনেক কপাল গুণে এমন একজন নেতা পেয়েছিলাম যার জন্য স্বাধীনতা পেয়েছি।
এ আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন তৌফিক হোসাইন চৌধূরী, এনামুল হক খান তাপস, মনিরুল ইসলাম, আব্দুর রউফ, আবু রেজা, আব্দুল কুদ্দুস প্রিন্স, জয়া সরকার, সিজুল ইসলাম এবং শেখ মাসুকুর রহমান শিহাব। তাঁরা সবাই বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ এবং তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে সততার সাথে কাজ করার অঙ্গিকার করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট