 
																
								
                                    
									
                                 
							
							 
                    গাজীপুর চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে নিখোঁজ গাজীপুরে বেসরকারি একটি কোম্পানিতে চাকরির পরীক্ষা দিতে গিয়ে মাহমুদ আলম আরিফ (২৯) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
নিখোঁজ হওয়া আরিফের স্ত্রী জান্নাত মিশু অদেখা বিশ্ব, ময়মনসিংহ প্রতিনিধিকে বলেন, ‘আমার স্বামী মাহমুদ আলম আরিফ গত বুধবার সকাল ৫টা ৪৫ মিনিটের সময় ময়মনসিংহের বাসা থেকে গাজীপুরে একটি লেদার কোম্পানিতে চাকরির পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হন। সকাল ৯টার পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়, এখন পর্যন্ত তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-২১। ‘ আরিফের বাসা ময়মনসিংহ শহরের কাচিঝুলী মোড়ে, তার পিতার নাম মৃত জামাল উদ্দিন। আরিফের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের লোকজন ভেঙে পড়েছেন।
কোনো সহৃয় ব্যক্তি আরিফের খোঁজ পেলে ০১৫৩৩২৫০৪৪৯/০১৯২১৯০০১৯৪ এই দুটি নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানায় তার পরিবার।
উল্লেখ্য, মাহমুদ আলম আরিফ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্চ ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট