1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

দুই দশক পর রাজশাহী বিভাগীয় প্রতিনিধি পেল সরকারি আজিজুল হক কলেজ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
সিনিয়র রোভার মেট মনোনীত হওয়ায় রবিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী।

বাংলদেশ স্কাউটস রোভার অঞ্চলের রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি মনোনীত হয়েছেন সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের খ ইউনিটের সিনিয়র রোভার মেট মোঃ রবিউল ইসলাম। তিনি একইসাথে বগুড়া জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধির দায়িত্বও পালন করছেন।১৩ জানুয়ারি বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ে লিখিত ও ব্যক্তিগত সাক্ষাৎকারের মধ্য দিয়ে প্রতিনিধি মূল্যায়ন করা হয়। ২০১৯ সাল থেকে এই পদ্ধতিতে মনোনীত হয় প্রতিনিধি পূর্বে এটি সারা বিভাগ থেকে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রোভার মেটরা ভোট দিয়ে নির্বাচিত করতো। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় আট বিভাগের মনোনীত বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধিদের নাম। ১৫ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত স্ব স্ব বিভাগে দায়িত্ব পালন করবে। রবিউল ইসলাম অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী, তার বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। কিছুদিন আগে “এডিস মশা নিধন করি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে ধারণ করে বগুড়া সাতমাথা থেকে নীলফামারীর সৈয়দপুর ১৫০ কিলোমিটার পা হেঁটে পরিভ্রমণ করে এই রোভার সদস্য।

আজ সোমবার সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী রাজশাহী বিভাগীয় প্রতিনিধি মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে রবিউলকে। এসময় আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সরকারি আজিজুল হক কলেজ রোভার গ্রুপ এর  গ্রুপ সম্পাদক মোঃ আতিকুল আলম, ক ইউনিটের সিনিয়র রোভার মেট মজতাহিদ হাসান, গ ইউনিটের রোভার মেট মেহেদী হাসান নাঈম, ক ইউনিটের সহকারী রোভার মেট রাশেদ হোসেন। এসময় তাকে মিষ্টিমুখ করান অধ্যক্ষ।

এছাড়াও রবিউলকে সরাসরি, ফোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানান কলেজ শিক্ষক এবং সাবেক বর্তমান রোভার স্কাউটরা। তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছে হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও আরএসএল ফাহমিদা আবেদীন, শরীরচর্চা ও ক্রীড়া বিভাগের শিক্ষক ও আরএসএল আব্দুল আলিম, সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সাবেক সিনিয়র রোভার মেটবৃন্দ। তাঁদের মধ্যে অন্যতম রায়হান তালুকদার রানা, হারুন অর রশিদ, সামসুন নাহার, এসআই তুষার, মেহেদী হাসান শুভ, সুজন রহমান, সিজুল ইসলাম, মৌসুমি আক্তার ভাবনা, হান্নান নুর রশিদ, হিয়া আক্তারসহ অসংখ্য গুণগ্রাহী।

রবিউল ইসলাম জানান, “আমি খুবই আনন্দিত এবং উচ্ছসিত। শিক্ষক, সাবেক বর্তমান রোভার স্কাউট যাঁরা সারাদেশে রয়েছেন তাঁরা অভিনন্দন জানাচ্ছেন। ভবিষ্যতে রাজশাহী বিভাগে স্কাউটিং আন্দোলনকে বেগবান করতে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। এজন্য জেলা রোভার এবং ইউনিট কর্তৃপক্ষের সর্বাত্নক আন্তরিক সহযোগিতা আমি পেয়েছি আশা করছি সেটি অব্যাহত থাকবে।”

সর্বশেষ বগুড়ার জেলা রোভার থেকে ২০১১ সালে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সিনিয়র রোভার মেট হাসান আলী এবং সরকারি আজিজুল হক কলেজ রোভার গ্রুপ থেকে সর্বশেষ ২০০০-২০০৪ সাল পর্যন্ত রায়হান তালুকদার রানা রাজশাহী সিনিয়র রোভার মেট এর দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে ১ যুগ পর বগুড়া জেলা রোভার এবং ২ যুগ পর সরকারি আজিজুল হক কলেজ পেল রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভার মেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews