তাদের তিন দফা দাবিগুলো হলো:
২. র্যাব হেফাজতে নিহত সুলতানা জেসমিন হত্যাকাণ্ডের বিচার।
৩. গ্রেপ্তারকৃত সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি।
সমাবেশে বক্তারা বলেন, এই ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের নির্যাতন করা হয়। লেখক মোসতাককে মারা হয়েছে, ফটো সাংবাদিক কাজলদের নির্যাতন করা হয়েছে। এখনও শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। এই আইন বাতিল করতে হবে। র্যাব হেফাজতে নিহত সুলতানা জেসমিন হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার করতে হবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, বাংলাদেশের এই যে ফ্যাসিবাদী সরকার এর প্রধান দৃষ্টান্ত হলো মানুষকে গুম করে দেওয়া, প্রতিবাদী কণ্ঠস্বরকে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে রোদ করা, তাকে সাদা পোশাকে তুলে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা। এসবের বিরুদ্ধে আপনাদের সকলকে রুখে দাঁড়াতে হবে।