1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়রানিমূলক ধারা বাদ, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ সীমিত আরব বসন্ত ও বাংলাদেশ বিশ্বের ক্ষুদ্রতম নদী রো আহমেদ ইমতিয়াজ বুলবুলের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিল্পী আসিফ আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শুধু রাজস্ব আদায় করবে এনবিআর বাঁওড় ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা প্রণয়নে দেশব্যাপী স্মারকলিপি পেশ অভিনয়ের বাইরে র‌্যাম্পেও ঝলমলে রুনা খান অতি বিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয়: মির্জা ফখরুল

টিসিবির কার্ডধারীর সাশ্রয় মাসে ৩১৪ টাকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
মোহাম্মাদপুর শিয়া মসজিদের পাশে টিসিবির পন্য বিক্রয়। ছবি- অদেখা বিশ্ব
নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দরিদ্র ও নিম্নবিত্তের মানুষকে স্বস্তি দিতে সুলভে তিনটি পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে মাসে প্রত্যেক কার্ডধারীর ৩১৪ টাকা সাশ্রয় হচ্ছে। সানেমের একজন গবেষক বলেছেন, সার্বিকভাবে এই উদ্যোগ বড় ধরনের সুবিধা না দিলেও গরিবদের উপকারই হচ্ছে। বর্তমান মূল্যস্ফীতির সময়ে দাম আরো কমানোর পাশাপাশি পণ্যের সংখ্যা বাড়ানো যায় কি না, তা বিবেচনা করা উচিত।সারা বছর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান টিসিবি কার্ডের মাধ্যমে তেল, ডাল ও চিনি বিক্রি করে। তবে একজন কার্ডধারী মাসে সর্বোচ্চ একবার দুই লিটার তেল, দুই কেজি ডাল এবং এক কেজি চিনি কিনতে পারেন। রোজার মাস উপলক্ষে গত মার্চে ছোলা ও খেজুরও দেওয়া হয়েছে।

চলতি মাসে সেই আগের মতো তেল, ডাল ও চিনি ক্রয় করতে পারবেন। একজন কার্ডধারী চিনি কিনতে পারেন এক কেজি, দাম ৬০ টাকা; সয়াবিন তেল নিতে পারেন দুই লিটার, দাম ২২০ টাকা; ডাল নিতে পারেন দুই কেজি, দাম ১৪০ টাকা। এই তিন পণ্য কিনতে মোট খরচ হয় ৪২০ টাকা। আর খুচরা বাজার থেকে এক কেজি চিনি ১২০ টাকা, দুই লিটার সয়াবিন তেল (ফ্রেশ ও তীর) ৩৭৪ টাকা এবং দুই কেজি মসুর ডাল কিনতে ২৪০ টাকা লাগে। এতে টিসিবি থেকে দেওয়া সমপরিমাণ পণ্য খোলাবাজারে কিনতে খরচ হয় ৭৩৪ টাকা। অর্থাৎ একজন টিসিবির কার্ডধারী লাইনে দাঁড়িয়ে মাসে ৩১৪ টাকা কমে পণ্য কিনতে পারেন।টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে এক কোটি মানুষকে টিসিবির কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন মিলে মোট ১৩ লাখ বাসিন্দাকে কার্ড দেওয়া হয়েছে। গত মাসে রোজা উপলক্ষে ছোলা ও খেজুরও দেওয়া হয়েছিল। চলতি মাসে ডাল, চিনি ও তেল সরবরাহ করা হচ্ছে, ২০ এপ্রিলের মধ্যে এগুলোর বিক্রি শেষ হবে। এক কোটি পরিবারকে দেওয়ার জন্য ১০ হাজার মেট্রিক টন চিনি, ২০ হাজার মেট্রিক টন ডাল এবং দুই কোটি লিটার তেল বরাদ্দ রেখেছে প্রতিষ্ঠানটি।সানেমের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, ‘এখানে দুটি বিষয়। একটি হলো টিসিবিতে সব নিত্যপণ্য নেই। দ্বিতীয়ত, পরিমাণে যা দেওয়া হচ্ছে, তা দিয়ে সারা মাস চলে না। সার্বিকভাবে বলতে গেলে খুব বড় ধরনের সুবিধা হচ্ছে না। তার পরও বলব, সার্বিকভাবে এই উদ্যোগ ভালো। টাকার হিসাবে খুব বড় প্রভাব ফেলছে না, কিন্তু যাদের কথা আমরা বলছি, তাদের ক্ষেত্রে ওই পণ্যগুলো কেনার ক্ষেত্রে সামান্য উপকার হলেও তাতে ক্ষতি কী? তবে আমরা মূল্যস্ফীতি নিয়ে কথা বলছি। সে ক্ষেত্রে ওই জিনিসগুলোর দাম আরো কমানো যায় কি না, সেটা ভাবা দরকার। যে উপকারটুকু মানুষ পাচ্ছে, তা খুবই কম (মার্জিনাল)। তাই বলে উঠিয়ে ফেলা হোক, সেটা বলব না। পণ্যের সংখ্যা ও পরিমাণ আরো বাড়ানো এবং সরকার যদি আরো একটু ভর্তুকি দেয়, তাহলে তাদের (কার্ডধারীদের) উল্লেখযোগ্য লাভ হতো।’

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ‘পণ্য বাড়ানোর সম্ভাবনা এখন নেই। তিনটি পণ্য সরবরাহ করাটাই এখন চ্যালেঞ্জ। পবিত্র রমজানের সময় ছোলা ও খেজুর আমরা দিয়েছি, যা খুবই জরুরি ছিল। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ যুক্ত করি। আপাতত পরিকল্পনার মধ্যে এতটুকুই আছে, যা আমরা সুচারুরূপে করার চেষ্টা করছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews