1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সেনাপ্রধানের সঙ্গে ডব্লিউজিইআইডির ভাইস চেয়ারপারসনের সাক্ষাৎ এক লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, যেসব কারণে বাদ হতে পারে আবেদন পলাশবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়, সেনা হস্তক্ষেপে যাত্রীদের অর্থ ফেরত পায়ের ব্যথা যেসব রোগের লক্ষণ হতে পারে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ বর্ষার শুরুতেই সপ্তাহব্যাপী বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর হরমুজ প্রণালী: ইরানের এক অদৃশ্য কিন্তু কার্যকর অস্ত্র ঈদের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রবিবার অফিস খুলছে সোনাতলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে শিল্পপতি রিপনের আর্থিক অনুদান প্রদান মন্ত্রণালয়ের আশ্বাসে ১৬ ‍দিন পর আন্দোলন স্থগিত করল পল্লী বিদ্যুৎ সমিতি

মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দল নয় পরিবেশ নিয়ে চিন্তিত

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা বিশেষ কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা নয়, বরং অনুকূল পরিবেশ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি ভারত মহাসাগর সম্মেলন উপলক্ষে গত বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন।

আফরিন আক্তার বলেন, ‘নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কি হচ্ছে না, সে বিষয়ে আমরা কোনো মন্তব্য করছি না। আমরা নির্বাচনী পরিবেশে বেশি দৃষ্টি দিচ্ছি।’

তিনি বলেন, “নির্বাচনে অংশগ্রহণ করবে কী করবে না, সে বিষয়ে সিদ্ধান্ত মূলত দলের বিষয়। নির্বাচন অংশগ্রহণমূলক কি না, সে বিষয়েও আমরা মন্তব্য করছি না।’

মার্কিন ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এ দেশের কোনো বিশেষ দল বা প্রার্থীর বিষয়ে হস্তক্ষেপ করছে না বা কারো সঙ্গে তাল মেলাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা এখানে নির্বাচনী পরিবেশকে সহযোগিতা করতে কাজ করছি।’

নির্বাচনে বিএনপি বা কোনো বিশেষ দলের অংশ নেওয়া না নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে কি না জানতে চাইলে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, যুক্তরাষ্ট্র এ দেশের কোনো রাজনৈতিক দল, কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি বিশেষকে সমর্থন করে না। আমরা আপনাদের (বাংলাদেশের) নির্বাচনেও কোনো ধরনের মধ্যস্থতা করছি না।’

আফরিন আক্তার বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে গণতন্ত্রকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, গণতন্ত্রই সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে নাগরিক সমাজের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ আছে। রাজনৈতিক বিরোধীদের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ আছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ দেয়।’

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র আগামী মাসগুলোতে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনি ওই মিশনের সফরের সুনির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আগামী মাসগুলোতে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাতে যাচ্ছে।’

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিবেদনের ভিত্তিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগামী নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত মাসে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক করেন। সেখানে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে। ওই বৈঠকের পর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের বলেছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার প্রয়োজনীয় সব কিছু করছে। তবে এ ক্ষেত্রে অন্যদেরও সাহায্য করতে হবে।

মোমেন বলেন, পর্যবেক্ষক যত খুশি আসুক। তবে তারা কোনোভাবে বাংলাদেশি বংশোদ্ভূত ও পক্ষপাতদুষ্ট হতে পারবে না।

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার ঢাকা সফরকালে ভারত মহাসাগর সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও একাধিক বৈঠকে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্র দূতাবাস গত শুক্রবার এক টুইট বার্তায় জানায়, আফরিন আক্তার শুক্রবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমের সঙ্গে বৈঠকে সহযোগিতা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছেন। এর বাইরে তিনি আলাদা বৈঠকে রাজনৈতিক ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের বক্তব্য শোনার সুযোগ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews