বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচির বিরুদ্ধে মাঠে নামবে ১৪ দল। এর বাইরে আওয়ামী লীগ চাইছে, নতুন-পুরনো কয়েকটি রাজনৈতিক দল মিলে একটি জোট গঠন করে সরকারের সমর্থনে যুগপৎ কর্মসূচি পালন করুক।
জোট গঠনের আলোচনাও শুরু হয়েছে। ১৪ দল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছেন।
বিএনপি ও সমমনা একাধিক জোট রাজপথে কর্মসূচি পালন করছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ একাই রাজপথে আছে।
এক দফা দাবিতে বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের কোনো কর্মসূচি ছিল না। ফলে অনেকটাই রাজনৈতিক মিত্রহীন মনে হচ্ছে ক্ষমতাসীনদের।
একাধিক সূত্র জানায়, এমন পরিস্থিতিতে গত বুধবার রাতে গণভবনে ১৪ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বৈঠকে ১৪ দলের দলগতভাবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়।
এর পরই বেশ উজ্জীবিত হয়েছে জোটের শরিকরা। আগামীকাল শনিবার ডেমরায় ১৪ দলের আয়োজনে জনসভায় বক্তব্য দেবেন জোটের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা।
সূত্র জানায়, সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বাধীন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, মওলানা ভাসানীর দৌহিত্র পরশ ভাসানীর নেতৃত্বাধীন প্রগতিশীল ন্যাপ, নতুন নিবন্ধন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ (বিএসপি) কয়েকটি দল মিলে নতুন রাজনৈতিক জোট হতে পারে। এ ছাড়া ইসলামী কয়েকটি দল মিলেও একটি পৃথক জোট হতে পারে। এ জোটগুলো সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে মাঠে থাকবে।
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দলের একাধিক নেতা শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে বলেন, আগামী অক্টোবরের মধ্যেই রাজনৈতিক দলগুলোর মেরুকরণ চূড়ান্ত হয়ে যাবে। ফলে এর আগেই নিজেদের মিত্র বাড়িয়ে নিতে হবে। বৈঠকে ১৪ দল সম্প্রসারণ ও নতুন জোট গঠনে উৎসাহ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
তবে ১৪ দল সম্প্রসারণের বিষয়টি নাকচ হয়ে যায়। সেখানে সিদ্ধান্ত হয়, যেসব দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে আসতে চায় কিন্তু নানা কারণে জোটে নেওয়া সম্ভব নয়, তাদের নিয়ে পৃথক একটি জোট গঠন করা হবে। ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও দলগুলোর সঙ্গে কথা বলবেন। আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেলে তাঁরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জানাবেন। তিনি সিদ্ধান্ত দিলে নতুন জোট আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে।