1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
কক্সবাজার হোটেল সী মুনের আনন্দ আয়োজন সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রাণিসম্পদ খাতকে উন্নত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন ৬৪ জেলার পুলিশ সুপার রদবদল বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনায় ভিপি সাইফুল ইসলামের দোয়া ও খাবার বিতরণ বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের ক্লাশ পার্টি সোনাতলায় কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিদায় সংবর্ধনা বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

বাংলায় কেন মৌলবাদ দাঁড়ায়নি?

মজিব রহমান
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
ইসলামিক মৌলবাদ আরবে ছড়িয়েছে বহুদিন ধরেই৷ আফগান থেকে মরক্কো পর্যন্ত এমনকি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও যেভাবে শিকড় গেড়েছে সেভাবে বাংলায় দাঁড়াতে পারেনি৷ এর প্রধান কারণ আরবের সাথে আমাদের সংস্কৃতির বিস্তর পার্থক্য৷
আমাদের মানুষ সরল, প্রকৃতি নির্ভর ও কোমল৷ আরবের মানুষ কুটিল, ধুরন্ধর ও রাগী৷ আমাদের মানুষরা গাঞ্জা বা তাড়ির নেশা করে তবে সংখ্যা কমই বিপরীতে আরবের লোকেরা আফিম, কুকেন, আইস ও মদে আসক্ত৷ আমরা ভাত-মাছ নির্ভর আর ওরা রুটি মাংশ নির্ভর৷ বাউল, ভাটিয়ালি, জারি-সারি, লোকগীতি আমাদের প্রাণের গান৷ সেই গানের ধারাবাহিকতাতেই এসেছে রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি৷ ওরা দফ বাজিয়ে তলোয়ার নিয়ে নাচ গান করে৷ আমাদের নৃত্য প্রেম, বিরহ ও কৃষি নির্ভর৷ আমাদের সাহিত্যও প্রেম, ভালবাসা, ত্যাগ, দয়া ও মানবিক সম্পর্ক নির্ভর৷ ওদের সাহিত্য যুদ্ধ ও ষড়যন্ত্র নির্ভর৷
আমাদের সংস্কৃতি বৈচিত্র্যময় ওরা এক ধর্মান্ধ সংস্কৃতিতে আচ্ছন্ন৷ আমরা নিজেদেরই এখন নিজেরা শাসন করছি৷ ইরাকি বংশোদ্ভূত শেখ হাসিনাও বিতাড়িত হয়েছেন৷ আদি এরাবিয়ান বদুরা নির্যাতিত এখনো৷ সৌদ রাজবংশের কাছে তারাও তৃতীয় শ্রেণীর নাগরিক৷ ওরা আমাদের ভাবে মিসকিন ও চতুর্থশ্রেণীর মুসলিম৷ ওরা কামুক ও ধর্ষক৷ আমাদের দেশ থেকে যাওয়া নারীদের উপর নির্মমভাবেই নিপীড়ন করে, ধর্ষণ ও হত্যাও করে৷ এর কোন বিচারও হয় না৷ আমাদের মানুষ মানবিক ধাঁচের৷ ওরা বহু বিবাহে অভ্যস্ত আর এদেশের মানুষ এক বিবাহেই সন্তুষ্ট৷ ওরা কেবল যৌনক্ষুধা নিবৃত করতে বুড়ো বয়সেও বহু বিবাহ করে৷ আরবের না পেলে পাকিস্তানি বা মিশরের দরিদ্র কম বয়সী মেয়েদের বিয়ে করে৷ অথচ বহু যুবকই বিয়ে করার সুযোগ পায় না৷ এই যে পলিগামীতা এটা বাঙালি সমাজে প্রায় নেই৷
পোশাকের পর্থক্যও প্রচুর৷ পুরুষদের জোব্বা-টুপি- পাজামার বিপরীতে আমরা লুঙ্গি-গেঞ্জি/পাঞ্জাবি/শার্ট পরি৷ ওরা তাপ আর বালু থেকে বাঁচতেই এমন পোশাক পরে৷ পারিবারিক সম্পর্কে আমরা অনেক আগানো৷ আরবের পিতা-মাতা জানে পুত্র সুযোগ পেলে কন্যাকে ধর্ষণ করে ফেলবে৷ ফলে দুজনকে বাড়িতে রেখে তারা বাইরে যাবে না৷ হয় কন্যা না হয় পুত্রকে সাথে নিয়ে যাবে কন্যার যৌন নিরাপত্তার কথা ভেবেই৷ আরবের অলস লোকেদের মাথা ভর্তিই থাকে যৌনতার চিন্তা৷ ওরা চাচাতো বোনকে দেখারই সুযোগ পায় না৷ অনেক ক্ষেত্রেই সৎ বোনকেও সৎ ভাই দেখে না৷ ওরা বিচ্ছিন্ন হয়ে যায়৷ প্রচুর ভূমি থাকায় অন্যত্র বাড়ি করে৷ চার স্ত্রীকেও রাখে চার বাড়িতে৷ বাড়ির সামনে অন্য পুরুষকে দেখে সন্দেহের চোখে৷ ওরা সন্দেরবাতিকগ্রস্থ৷ ওরা মরুভূমিতে তাবু গেড়ে মনোরঞ্জনে ভাড়া করে নারী নিয়ে যায় খেমাতে৷ গাওয়া (কফি জাতীয়) ও খেঁজুর ওদের কাছে প্রিয়৷ আমাদের প্রিয় পানীয় শরবত৷
মূল পার্থক্যটা দর্শনে৷ আমাদের দর্শন মরমী ও সহজিয়া দর্শন৷ সহজিয়া দর্শনে আমরা খুঁজি জগৎ ও জীবনের ঐক্য৷ আমাদের বাউলরা মূলত অদ্বৈতবাদী৷ আত্মার মিলন ঘটাতে চায় পরমাত্মার সাথে৷ বিপরীতে আরবী দর্শনে রয়েছে এক কঠোর ও নিষ্ঠুর ঈশ্বর৷ ওরা মানুষ ও মানবতার গুরুত্ব দিতে চায় না৷ সুন্নতে ওদের আগ্রহ কম, আগ্রহ ফরজে৷ ওরা সুন্নত নামাজও পড়ে খুবই কম, নবীকে নিয়েও অতো মাথাব্যথা নেই৷ সবেবরাত ও সবেমেরাজ নিয়েও তাই আধারনা বা উৎসব কম৷
এতো প্রভেদ থাকার কারণেই বাংলাদেশে মৌলবাদ শিকড় গেয়ে দাঁড়ায়নি, দাঁড়াতে পারছে না, দাঁড়াতে পারবে না৷ বাঙালি অনেক ক্ষেত্রেই সাহসও দেখিয়েছে৷ যখন এটা দেখাতে পেরেছে তখন বারবারই তারা ফিরতে পেরেছে নিজস্ব শিকড়ে, নিজের সংস্কৃতিতে৷ আরবীয় সংস্কৃতি আমাদের কোমল হৃদয়ের জন্য বোঝাস্বরূপ৷ ওদের প্রতিটি আগ্রাসনকে প্রতিহত করার চেষ্টাই করতে হবে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews