জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরুপ তাঁদের সম্মাননা জানানোর মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে প্রতি বছরের ন্যায় এবারও আজ ০৫ অক্টোবর ২০২৪ শনিবার জামালপুরে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস ২০২৪। “শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারগঞ্জে চার শতাধিক শিক্ষকের উপস্থিতিতে দিবসটি উদযাপিত হয়েছে। স্থানীয় সংগঠন ইএসডিও এর উদ্যোগে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলে দিবসটি উদযাপিত হয়। সংস্থাটি হেমপেল ফাউন্ডেশনের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহায়তায় চলতি বছরের শুরু থেকে মাদারগঞ্জ উপজেলায় এম্পাওয়ারিং চিলড্রেন থ্রু এডুকেশন (ইসিই) নামক একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রণোদিত ও দক্ষ শিক্ষক দ্বারা নিরাময়মূলক শিক্ষা সহায়তা প্রদানের মাধ্যমে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মৌলিক শিখন যোগ্যতার উন্নয়ন সাধন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। গণসাক্ষরতা অভিযান এই প্রকল্পের এডভোকেসি পার্টনার হিসেবে কাজ করছে। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী মো: আবু জোহা এবং প্রকল্প পরিচিতি তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের প্রকল্প সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষকদের বেতনবৃদ্ধিসহ তাঁদের দায়িত্ব ও অধিকারের পাশাপাশি শিক্ষকের মর্যাদার বিষয়েও আলোচনা হয়। সেই সাথে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বাধ্যতামূলক পদত্যাগের নামে তাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক লাঞ্ছিত হওয়ার এমন ঘটনা কোনভাবেই কাম্য নয় বলে তারা জানান। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষকগণের বেতন অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা থেকেও শিক্ষকগণ বঞ্চিত থাকেন। দেশ ও জাতি গড়ার করিগরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে দেশের সম্ভব নয় বলেও তারা মত ব্যক্ত করেন। দেশের সকল শিক্ষক তাদের অধিকার ও যথাযথ মর্যাদা পাবেন শিক্ষক দিবসে এটাই শিক্ষকগণের প্রত্যাশা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট