সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে ইউনিয়নের পশ্চিম তেকানী (মুন্সিপাড়া) এতিমখানা মাঠে ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ মোখলেছার রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান মাজেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন (সাবু) মুন্সি, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শফিউল্লাহ শফি,ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আব্দুল মোমিন প্রধান,যুগ্ম আহবায়ক আফজাল হোসেন প্রামানিক,আব্দুল হান্নান,শাহ আলম,৩নং ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,৪নং ওয়ার্ডের সভাপতি মামরুল ইসলাম.৫নং ওয়ার্ডের সভাপতি সাজেদুজ্জামান (বানু) মন্ডল,সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,৭নং ওয়ার্ডের সভাপতি মুন্টু মিয়া,সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,৮নং ওয়ার্ডের সভাপতি মহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক নূরুল ইসলাম,৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোকছেদ আলী,সাধারণ সম্পাদক আনছার আলী ও সাবেক পুলিশ কর্মকর্তা খাতের আলী-সহ অনেকে। বক্তারা বলেছেন তারেক রহমান কৃষকদের ভাগ্যের উন্নয়ন করার উদ্যোগ নিয়েছেন। কৃষি ভিত্তিক দেশ গড়তে কৃষকদের ভূমিকা অপরিসীম। বক্তারা আরো বলেন, যেহেতু এদেশ কৃষি ভিত্তিক দেশ। তাই কৃষকদলের সকল নেতা-কর্মিকে কৃষকদের স্বার্থে নিরলস ভাবে কাজ করতে হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট