শনিবার ১৪ ডিসেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর কনফারেন্স হল রুমে সকাল ১০ টায় ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ জাতীয় যুব সম্মেলন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ এর বিদায়ী সভাপতি খানসা রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর প্রোগ্রাম অফিসার অনিল শর্মা, মালেকা বেগম, বাংলাদেশ যুব ছায়া সংসদের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আকিল আহমেদ,ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর গাজী আনিকা আসলাম প্রমুখ। আগামী তিন মাসের জন্য ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ এর আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ জাতীয় যুব সম্মেলন ২০২৪-২৫ নবনির্বাচিত কমিটির আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন শাহনেওয়াজ শিহাব ও এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত হয়েছেন কাজী হাসনাতুল ফেরদৌস দোলন, ফাওজুর রহমান সাবিত ও জাহিদ হাসান।
ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার একটি জাপানভিত্তিক আন্তর্জাতিক যুব সংগঠন। বাংলাদেশ ছাড়াও জাপান, উগান্ডা, বেনিন এবং ব্রুকিনাফাসোতে সংগঠনের কার্যক্রম রয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর যুব সংগঠন হিসেবে “ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার” ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। যুব সমাজের আত্মশক্তি বিকশিত করে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সংগঠনের সদস্যরা তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সামর্থ্য অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে থাকে।
ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার এর কাজের লক্ষ্য ও উদ্দেশ্য:
১. সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুব আত্মশক্তির বিকাশ;
২. খাদ্য অধিকার তথা পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুব সমাজকে সম্পৃক্ত করা;
৩. বেকারত্ব অবসান তথা কর্মসংস্থানের দাবীতে পলিসি এ্যাডভোকেসি করা;
৪. ‘খাদ্য অপচয়’ রোধে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি;
৫. উন্নয়নমূলক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী ভূমিকা পালন;
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট