1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বগুড়ায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত প্রশিক্ষণ পেয়ে জীবন বদলে গেছে আমিনার ও মারুফা দম্পতির ঢাকায় আইএলও কনভেনশন অনুস্বাক্ষর বাস্তবায়ন সম্পর্কিত মতবিনিময় সভা বগুড়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত রানীরপাড়া স্কুলে আলোর প্রদীপ সংগঠনের পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ ময়মনসিংহে ‘আদিবাসী শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা’ বিষয়ক মতবিনিময় সভা নেত্রকোণায় নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা সোনাতলায় মাদকের ব্যপকতা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ সোনাতলায় মাদক নির্মূলের দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান বৈশ্বিক অর্থায়ন সংকটের প্রেক্ষিতে এনজিওদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা

সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এবং গণসাক্ষরতা অভিযানের সার্বিক সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় জেলা প্রশাসক সিরাজগঞ্জের আয়োজনে ও জেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জের সহযোগিতায় ৫ অক্টোবর ২০২৫ তারিখে সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসের প্রতিপাদ্য হলো “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য Rally শুরু করে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। Rally শেষে শহিদ, এ, কে শামসুদ্দিন সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজগঞ্জ সদর, এলিজা সুলতান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপপরিচালক (মনিটরিং এন্ড ইভ্যালেশন বিভাগ) এনডিপি ও উক্ত প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
আলোচনা সভায় অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন বিএল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হাজী আহম্মেদ আলী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী বক্তব্য পেশ করেন। দিবসে শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া এবং সম্মান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিক্ষকদের পদ উন্নতি, বেসরকারী কথাটি বাদ দিয়ে এমপিও ভূক্ত বিদ্যালয় বলা এবং বেতন কাটামো সহ অন্যান্য ভাতা পরিবর্তন করার জন্য বক্তাগণ জোড় দাবি জানান। দিবসে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রভাষক, শিক্ষক মন্ডলী, বেসরকারী সংস্থার প্রতিনিধি বৃন্দ, এনডিপি শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষিকা বৃন্দ, স্কুল কলেজের ছাত্র/ ছাত্রী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ আরো অনেকে। দিবসটি যথাযথ ভাবে সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। পরিশেষে প্রধান অতিথি সহ উপস্থিত সকলে এনডিপি ও গণসাক্ষরতা অভিযান এর বাস্তবায়িত আশা প্রজেক্টের কার্যক্রমের প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews