1. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  2. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  3. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

হিরো উমেন স্কলারশীপ বিতরন

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ (জানুয়ারী-জুন) সেশনের টাকা বিতরন করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃত্তির টাকা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেণ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মোছা: মনোয়ারা খাতুন, কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত, সুফিয়া খাতুন প্রমুখ। জানুয়ারী-জুন কোয়াটারে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের স্কুল পর্যায়ের ২০জন এবং কলেজ পর্যায়ের ২৪জন নারী শিক্ষার্থীর মাঝে এই টাকা বিতরন করা হয়।
উল্লেখ্য, গত ২০০৩ সাল থেকে জাপানী নারি হিরোকো কোবাইসির সহযোগিতায় কালীগঞ্জ উপজেলায় ৫০জন এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ৫০জনসহ মোট ১০০ মেধাবী মেয়েকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। স্কুল পর্যায়ে মাসিক ৪০০ টাকা এবং কলেজ পর্যায়ে মাসিক ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews