1. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  2. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  3. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৪ মে ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং সোনাতলা নাগরিক কমিটির মত বিনিময়

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
ছবি: রিমন বাবু লিনাদ

বগুড়ার সোনাতলায় নদী দূষণ রোধ ও নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ এপ্রিল ২০২৪ বুধবার সকাল ১০ টায় সোনাতলার ভোজনশালা রেস্টুরেন্টে বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং সোনাতলা নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক জেলা জজ অরুপ কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় রিভার ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত চেয়ারম্যান মোঃ মনির হোসাইন।
বক্তব্য রাখেন, নাগরিক কমিটির যুগ্ম আহŸায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু, নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, নাগরিক কমিটির নির্বাহী সদস্য প্রভাষক গোলাম রব্বানী, রিবন সরকার, জাহাঙ্গীর আলম, মোহাম্মাদ আলী সিদ্দিকী, রাকিবুল ইসলাম, সফিউল্লাহ শফি, মেহেদী হাসান হিরু মন্ডল, তানজিনা আক্তার ইতি, রিমন বাবু লিনাদ।
সভায় বক্তাগন, সোনাতলা উপজেলা মধ্য দিয়ে প্রবাহিত যমুনা এবং বাঙালী নদীর নাব্যতা বৃদ্ধি পানি প্রবাহ নিশ্চিত করার লক্ষে সুষ্ঠু নদী খনন প্রকল্প নিয়মিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন বলেন, বাংলাদেশের দীর্ঘতম নদীর মধ্যে সোনাতলার উপর দিয়ে প্রবাহিত বাঙালী নদী অন্যতম। এই নদী দুষণ মুক্ত হলেও ভাঙ্গণ রোধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী রক্ষায় উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে আগামী দিনে রিভার ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচীর কথা তিনি উল্লেখ করেন।
ভবিষ্যতে নদী রক্ষার আন্দোলনে বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের সাথে সোনাতলা নাগরিক কমিটি একসাথে কাজ করবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews